চৌহালীতে জাটকা সংরক্ষণ সপ্তাহে প্রায় লক্ষ টাকার জাল পুড়িয়ে বিনষ্ট
স্টাফ রিপোর্টার:
“মুজিব বর্ষে শপথ নেবো, জাটকা নয় ইলিশ খাবো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয় জাটকা সংরক্ষণ সপ্তাহ -২০২১। এ উপলক্ষে চৌহালী উপজেলার যমুনা নদীতে অভিযান পরিচালনা করা হয় । বৃহস্পতিবার দিনব্যাপি এ অভিযান পরিচালনা করে ২০০০ মিটার কারেন্ট জাল, ৫০০ মিটার কোনা বেড় জাল ও ৫ কেজি জাটকা জব্দ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আফসানা ইয়াসমিনের নির্দেশে অভিযান পরিচালনা করেন- মৎস অফিসার মোঃ মনোয়ার হোসেন এসময় উপস্থিতছিলেন ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম, এসআই আমিনুর ও কনস্টেবল শফিউল ইসলাম। পরে বিকেলে জোতপাড়া নৌঘাটে জন সম্মুখে জাল পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জব্দকৃত জাটকা খাষকাউলিয়া দরছে নিজামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় বিতরন করা হয়।