চৌহালীতে কবর থেকে নিহত তরুণের লাশ উত্তোলন: হত্যাকারিদের শাস্তির দাবিতে গ্রামবাসির মানববন্ধন
চৌহালী(সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের দক্ষিণ খাষকাউলিয়া গ্রামের কবরস্থান থেকে আদালতের নির্দেশে দাফনের ৪মাস ১২দিন পর মাহমুদুল হাসান (১৬) নামের এক তরুণের লাশ বুধবার সকালে পুলিশ উত্তোলন করেছে।
এবিষয়ে নিহত মাহমুদুল হাসানের নানা ইফসুফ আলী জানান, গত ২৭মার্চ শুক্রবার দুপুরে বাড়ি থেকে গোসলে কথা বলে রাকিব (১৬) ও মজিবর (১৬) নামের দুই বন্ধু ডেকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। এরপর ওই দিন বিকেলে নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নে চোদ্দকাদা জোড়া ব্রীজ এলাকায় সজ্ঞাহীন আবস্থায় তাকে পরে থাকতে দেখে স্থানীয়রা খরব দিলে পরিবারের লোকজন ছুটেগিয়ে ঘটনাস্থল থেকে তাকে সজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে ঢাকার হেল্থ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩০মার্চ সে মারা যায়। এরপর তার লাশ গ্রামের কবরস্থানে দাফন দাফন করা হয়। এরপর রাকিব ও মজিবরের আচরণ সন্দেহজনক হলে গত ৫মে তাদের আসামী করে সিরাজগঞ্জ আদালতে একটি হত্যা মামলা দায়ের করা হয়। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে চৌহালী থানাকে রজু করে তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার নির্দেশ দেন। চৌহালী থানা পুলিশ ২জুন মামলাটি রজু করে আদালতের কাছে লাশের ময়না দতন্তের আবেদন করেন। বিজ্ঞ আদালতের নির্দেশে পুলিশ ২আগষ্ট বুধবার সকালে কবরস্থান থেকে নিহতের লাশ উত্তোলন করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠান।
এবিষয়ে চৌহালী থানার এসআই ও এ মামলার তদন্ত কর্মকর্তা ইমদাদুল হক জানান, আদালতের নির্দেশে এদিন সকালে কবর থেকে নিহতের লাশ উত্তোলন করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ লাশ উত্তোলনের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন চৌহালী উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ সাইফুল ইসলাম, চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সাঈদ আল-দীন।
এবিষয়ে চৌহালী থানার ওসি মোঃ হারুন অর রশিদ বলেন, আদালতের নির্দেশে কবর থেকে নিহতের লাশ উত্তোলন করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়। দতন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যু কারন জানা যাবে।
এদিকে নিহত মাহমুদুল হাসানের লাশ কবর থেকে উত্তোলনের সময় কবরস্থান এলাকায় গ্রামবাসি হত্যাকারিদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন।