চৌহালীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
মোঃ ইমরান হোসেন (আপন)
সারাদেশের ন্যয় সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০১৮’ পালিত হয়েছে। উপজেলার সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালণ করা হয়েছ। চলতি বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে- ‘সাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি।
১৯৬৫ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ৮ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে ঘোষণা করে। ব্যক্তি, গোষ্ঠী ও সমাজের মধ্যে শিক্ষার প্রয়োজনীয়তা ও তাৎপর্য তুলে ধরার লক্ষ্যে দিবসটি নির্ধারণ করা হয়। ১৯৬৬ সালে বিশ্বে প্রথম আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়।
প্রতিবছর এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন দেশের সাক্ষরতা এবং বয়স্ক শিক্ষার অবস্থা তুলে ধরা হয়। স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালে প্রথম সাক্ষরতা দিবস উদযাপিত হয়।
সাক্ষরতা দিবস উপলক্ষে চৌহালী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুর রহমান নেতৃত্ব দেন।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এতে অংশ গ্রহন করেন। সকাল সাড়ে ৯টায় চৌহালী ডিগ্রী কলেজ কাঠাল বাগান হল রুমে আলোচনার সভা ও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা শাহজাহান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুর রশিদ বাবুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলীগন।