চৌহালীতে আগুনে পোড়া গর্ভবতী রাজিয়ার মৃত্যু।
চৌহালী প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষকাউলিয়া মিয়া পাড়া গ্রামের মোঃ আব্দুল্লাহর মেয়ে রাজিয়া খাতুন (২০) গত ১৮ফেব্রুয়ারীতে ভোরে বাবার বাড়িতে আগুন পোহাতে গিয়ে ,ধানের খড়ের আগুনে গর্ভের সন্তান সহ গুরুতর আহত হন। তাকে আশংখা জনক অবস্থায় চৌহালী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তাকে রেফার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে তার অবস্থার আরো অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় ১২ মার্চ সন্ধ্যায় রাজিয়ার মৃত্যু হয়। রাজিয়া স্বামী পরিত্যাক্ত ৯ মাস আঠারো দিনের গর্ভবতী ছিল। রাজিয়ার বাবা আব্দুল্লাহ জানায় ,আমার মেয়ে গত ১৮ ই ফেব্রুয়ারী ভোরে ঘুম থেকে উঠে ধানের খড় দিয়ে আগুন পোহানোর এক পর্যায়ে তার শরীরে আগুন লাগে চিৎকার দেয়ার সাথে সাথে আমরা উঠে দেখি তার শরিরে আগুন ধরে গেছে। ওমর ফারুক জনায়, তার চিৎকারে আমরা ঘুম থেকে উঠে দেখি শরীরে আগুন লেগে গেছে , সাথে সাথে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে শেষে চৌহালী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। রাতেই তাকে বাড়িতে আনা হয় সকালে ১১টা দিকে শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। তার বাড়িতে স্বজন দের শেকের আহাজারী চলছে ।