চিলমারীতে KSSF সংগঠনের পক্ষ থেকে দুস্থ-অসহায় রোজাদারদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ
মোঃবুলবুল ইসলাম,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় কাঁচকোল সামাজিক স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন (KSSF) এর পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের প্রথম দিনে প্রথম ধাপে দুস্থ-অসহায় রোজাদার ৬০টি পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ইফতার সামগ্রীর মধ্যে ছিল – ১কেজি ছোলা, ১কেজি মুড়ি, ৫০০ গ্রাম খেজুর এবং ১০টি ওর স্যালাইন।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সারা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জনাব সাবেদ আলী মন্ডল সবুজ, সংগঠনের চিলমারী প্রতিনিধি রুনা বেগম, সহ-সভাপতি উপ-সহকারী কৃষি কর্মকর্তা জনাব মোঃ মশিউর রহমান, যুগ্ন-সাধারণ সম্পাদক আবদুল ওয়াহাব মিঞা, দপ্তর সম্পাদক মোঃ ফারুক আহমেদ সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
উল্লেখ্য, গত ৩০ শে মে, ২০২০ ইং তারিখে মানবসেবার মহৎ উদ্দেশ্য নিয়ে স্বপ্নবাজ কিছু তরুণের হাত ধরে কাঁচকোল সামাজিক স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন (KSSF) নামে একটি অরাজনৈতিক, অলাভজনক, জনকল্যাণকর সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠা লাভের পর থেকে সংগঠনটি সমাজসেবামূলক নানামুখী কর্মকাণ্ড চলমান আছে।