গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে বাংলাদেশ অনুধ-১৯ নারী ফুটবলদল
আবির হোসাইন শাহীন:
বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবলের সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত হয় বাংলাদেশ অনুধ-১৯ নারী ফুটবল দলের।সেই সাথে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল গেলো নারী ১৯ ফুটবল দল।বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার “বি” গ্রুপের ম্যাচে কিরগিজস্থানের বিপক্ষে ২-১ গোলে জিতেছে মেয়েরা।সেমিতে উঠেছে গ্রুপ সেরা হয়ে।অবশ্য ২০১৬ সালে ঢাকায় এএফসি অনুধ -১৬ চ্যাম্পিয়নশিপে বাছাইপর্ব কিরগিজদের ১০-০ হারিয়েছিল মেয়েরা। তাই এই ম্যাচ তুলনামুলক ছোট জয়ই বলা চলে।২৭ সেকেন্ড গোল করে এগিয়ে যায় লাল সবুজের মেয়েরা।