গ্রাহকের ৬ কোটি টাকা নিয়েউধাও সমবায় সমিতির ৬ কর্মকর্তা, তদন্ত কমিটি গঠন উল্লাপাড়ায়
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গ্রাহকের প্রায় ৬ কোটি টাকা নিয়ে উধাও হয়েছে “রুপসী বাংলা পল্লি উন্নয়ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি” নামের একটি এনজিও সংগঠনের ৬ কর্মকর্তা । এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ ও ১৮জন ভুক্তভোগী গ্রাহক বাদী হয়ে কোর্টে মামলা দায়ের করেছেন । অপরদিকে
গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে জেলা সমবায় অফিস থেকে তদন্তের জন্য দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে ।
অধিক মুনাফার স্বপ্ন দেখিয়ে গড়ে ওঠা এ এনজিওর প্রতারণায় নিঃস্ব হয়ে পড়ছেন গ্রামবাংলার সাধারণ মানুষ । উপজেলা সমবায় অফিস থেকে রেজিষ্ট্রেশন পাওয়া এসব সংস্থা হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা, তারপর রাতারাতি গায়েব । খুুঁজে পাওয়া যাচ্ছে না এনজিও মালিকদের । এসব এনজিওর কার্যক্রমে অনুমোদন ও তদারকির দায়িত্বে থাকা উপজেলা সমবায় কর্মকর্তাদের চরম অবহেলা ও উদাসীনতায় এমন হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের ।
সম্প্রতি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি এলাকা থেকে “রুপসী বাংলা পল্লি উন্নয়ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি” নামে একটি এনজিও সংগঠন ২’শ ৬০ জন সদস্যের প্রায় ৬ কোটি টাকা নিয়ে উধাও হওয়ার ঘটনা ঘটেছে ওই সংগঠনের কর্মকর্তাদের বিরুদ্ধে । সঞ্চয় ও ঋণের লোভ দেখিয়ে দীর্ঘদিন ধরে গ্রামের সাধারণ মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করছিল প্রতিষ্ঠানটি । বর্তমানে সমিতির অফিস বন্ধ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা পলাতক রয়েছেন । তাদের প্রতারণার শিকার হয়ে পথে বসেছেন ২’শ ৬০ জন গ্রাহক । অনেক চেষ্টা করেও এই সমবায় সমিতির ৬ কর্মকর্তার সাথে যোগাযোগ করতে পারছেন না ভুক্তভোগী গ্রাহকরা ।
জানা গেছে, ১২ বছর আগে ‘রুপসী বাংলা পল্লি উন্নয়ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি” গঠন করেন একই এলাকার আল আমিন, জাহাঙ্গীর, হাসান, মিজান, মালেক ও আব্দুল মান্নান । দীর্ঘদিন সমিতি থেকে বিভিন্ন জনকে লোন বিতরণ কার্যক্রম পরিচালনা করেন তারা । গত কয়েক বছর আগে সমিতিকে মৌখিক ভাবে এনজিওতে রুপ দিয়ে গ্রামের সাধারন জনগনকে ক্ষুদ্র ঋণ দেয়া, এলাকার আর্থসামাজিক উন্নয়ন ও অধিক মুনাফায় টাকা এফডিআরের আশ্বাস দেন । কিছুদিন সঠিক ভাবে লেনদেন পরিচালনার মাধ্যমে সাধারন মানুষের মধ্যে বিশ্বাস অর্জন করেন। এক পর্যায়ে ২’শ ৬০ জন সদস্যের ৬ কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যান তারা । এরপর থেকেই “রুপসী বাংলা পল্লি উন্নয়ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি”র অফিস কক্ষে তালা ঝুলতে দেখা যায়। এমতাবস্থায় চরম হতাশায় পড়েছেন ভুক্তভোগী গ্রাহকরা ।
ভুক্তভোগী গ্রাহকরা জানান, সমিতির পক্ষ থেকে সাপ্তাহিক ও মাসিক কিস্তিতে টাকা জমা দিলে মোটা অঙ্কের মুনাফা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হতো । প্রথম দিকে কিছু গ্রাহককে সামান্য মুনাফা প্রদান করলেও পরবর্তীতে তা বন্ধ করে দেওয়া হয়। একপর্যায়ে সময়ক্ষেপণের মাধ্যমে টাকা ফেরত না দিয়ে রাতারাতি অফিস তালাবদ্ধ করে পালিয়ে যায় সমিতি কর্তৃপক্ষ । তারা আরো বলেন, উপজেলা সমবায় অফিসার যদি ঠিকমতো সমিতিগুলো অডিট বা তদারকি করতো তাহলে এ সমতিগুলো এমন প্রতারণা করতে পারতো না। এই “রূপসী বাংলা পল্লী উন্নয়ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড” প্রতারণার দায়ভার উপজেলা সমবায় অফিস এড়িয়ে যেতে পারেন না।
বর্তমানে গ্রামাঞ্চলের সাধারণ মানুষকে লক্ষ্য করে এনজিওর নামে প্রতারণার ঘটনা প্রতিনিয়ত বাড়েই চলেছে। অর্থনৈতিক সচেতনতার অভাব ও যথাযথ সরকারি তদারকির ঘাটতির কারণে প্রতারকচক্র সহজেই সাধারণ মানুষকে ফাঁদে ফেলছে।
ভুক্তভোগী গ্রাহকদের প্রশাসনের প্রতি দাবি, দ্রুত প্রতারকদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। সেই সঙ্গে তারা তাদের কষ্টার্জিত অর্থ ফেরত পাওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ।
উপজেলার বালাসাবাড়ি গ্রামের বাসিন্দা মোঃ ইমতেকার হোসেন রুবেল জানায়, প্রতি মাসে মুনাফার আশায় প্রায় ১০ লক্ষ টাকা ওই সমিতিতে জমা রেখেছিল । কিন্তু মুনাফার টাকা প্রতি মাসে না দেয়ায় আসল টাকা ফেরত চাইলে বিভিন্ন অজুহাত দেখিয়ে তাকে ঘোরাতে থাকে এবং পরে অফিস বন্ধ করে সব কর্মকর্তা গায়েব হয়ে যায় । পরে উল্লাপাড়া মডেল থানায় এবং কোর্টে মামলা দায়ের করি । এ মামলা করায় তারা উল্টো আমি সহ আমার তিন ভাইয়ের নামে চাঁদাবাজির মামলা দায়ের করেছেন ।
মধুপুর গ্রামের আব্দুল কুদ্দুস বলেন, তিনি ওই সমিতিতে ৩১ লক্ষ টাকা রেখেছেন । টাকা ফেরত চাইতে গেলে বলে আজ দিচ্ছি, কাল দিচ্ছি । হঠাৎ দেখি অফিসে তালা, কেউ নেই । সব হারিয়ে তিনি এখন নিঃস্ব হয়েগেছে । তিনি বলেন এই “রূপসী বাংলা পল্লী উন্নয়ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড”র প্রতারণার দায়ভার উপজেলা সমবায় অফিস এড়িয়ে যেতে পারেন না।
উপজেলা সমবায় অফিস সুত্রে জানা গেছে, বালসাবাড়ি এলাকা থেকে “রুপসী বাংলা পল্লি উন্নয়ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি”, সমবায় অফিস থেকে লাইসেন্স প্রাপ্ত । তারা দীর্ঘদিন যাবত বালসাবাড়িতে কার্যক্রম চালিয়ে আসছিলেন।
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা সমবায় কর্মকর্তা মারুফ হাসান বলেন, বালসাবাড়ি এলাকা থেকে “রুপসী বাংলা পল্লি উন্নয়ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি”তে লোকজন এফডিআর করতো তা তার জানা ছিলো না । তবে তাদের এফডিআর করার কোনো বিধান নেই ।
তিনি আরো বলেন, বালসাবাড়ি এলাকা থেকে “রুপসী বাংলা পল্লি উন্নয়ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি”র লোকজন পালিয়ে যাওয়ার পর গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে জেলা সমবায় অফিস থেকে তাড়াশ উপজেলা সমবায় কর্মকর্তাকে আহবায়ক করে দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে । তদন্ত কমিটি আগামী ২০ কার্যদিবসের মধ্যে তদন্তের প্রতিবেদন জমা দিবেন । তদন্ত রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত জানান অভিযোগ পেয়েছি এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে ।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
১০/০৭/২০২৫