জাতীয়

গাড়ি থেকে পড়ে আর্জেন্টিনার শিশু সমর্থকের মৃত্যু

গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকেউপজেলার ডাকবাংলা-আহম্মদপুর সড়কের তুলাতলী এলাকায়ফেনীর সোনাগাজী উপজেলায় আর্জেন্টিনা-সমর্থকদের আনন্দ শোভাযাত্রার বহরের গাড়ি থেকে পড়ে এক শিশু সমর্থক নিহত হয়েছে।

নিহত শিশুর নাম ইব্রাহিম রাহাত (১০)। সে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের স্বরাজপুর গ্রামের ওবায়দুল হকের ছেলে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা ও ফ্রান্সের খেলা উপলক্ষে আর্জেন্টিনার সমর্থকেরা সোনাগাজী পৌরশহর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করে। শোভাযাত্রায় সমর্থকেরা দুই শতাধিক মোটরসাইকেল, ১০-১২টি পিকআপ ভ্যান ও ১৫-২০টি অটোরিকশায় করে আনন্দ উৎসব করতে করতে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। শোভাযাত্রাটি উপজেলার আমিরাবাদ ইউনিয়নের তুলাতলী এলাকায় পৌঁছালে উল্লাস করা অবস্থায় অটোরিকশা থেকে ইব্রাহিম রাহাত পড়ে গুরুতর আহত হয়। এ সময় শোভাযাত্রার লোকজন রাহাতকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রবিউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রথম আলোকে তিনি বলেন, রাহাতের বাবা বেঁচে নেই। সে পরিবারের সবার ছোট। মায়ের সঙ্গে থাকত। এলাকায় টুকটাক কাজকর্ম করত। রাতেই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাহাতের লাশ দাফন করা হয়েছে বলে তিনি জানান।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোয়াজ্জেম হোসেন বলেন, আর্জেন্টিনা-সমর্থকদের আনন্দ শোভাযাত্রার গাড়িবহর থেকে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। ঘটনা জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।