গাইবান্ধার পলাশবাড়ীর পবনাপুরে ব্রীজ নির্মান
আবির হোসাইন শাহীন ,নিজস্ব প্রতিবেদক:
দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের অর্থায়নে ও গাইবান্ধার ঠিকাদারী প্রতিষ্ঠান নাদিম এন্টার প্রাইজের বাস্তবায়নে পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নে ১২ ফুট দৈর্ঘ বান্যিরঘাট ব্রীজ ঢালাইয়ের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। ওই এলাকার জনদুর্ভোগ লাঘবে ১২ লাখ টাকা ব্যয়ে ব্রীজটি চলতি অর্থ বছরে নির্মাণ কাজ হাতে নেয়া হয়। আজ ১৮ এপ্রিল বৃহস্পতিবার ব্রীজটির আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেন। এসময় উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান মনির, উপ-সহকারী প্রকৌশলী রাশেদুল আলম রাসেল, সাংবাদিক আবুল কালাম আজাদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি।