গাইবান্ধার পলাশবাড়ীতে অগ্নিকান্ড ক্ষতি প্রায় ৫লক্ষাধিক টাকা
আবির হোসাইন শাহিন:
গাইবান্ধার পলাশবাড়ীতে আজ শনিবার ভয়াবহ অগ্নিকান্ডে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়। সদরে মহাসড়কের পশ্চিম পাশ্বের সৈয়দ প্লাজায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। দুপুর ১.৫০ মিনিটে সৈয়দ প্লাজার পশ্চিম পাশে জুতা কারখানায় এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে গাইবান্ধা সদর ও গোবিন্দগঞ্জ ফায়ার ব্রিগেডের দুটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন প্রায় ৩০ মিনিটে নিয়ন্ত্রণে আনে। মানিক সু-ষ্টোরের স্বত্বাধিকারী রামবাবু জানায়, জুতা প্রস্তুতের প্রয়োজনীয় যন্ত্রাংশ, চামড়া ও প্রস্তুতকৃত জুতা সহ বিভিন্ন সামগ্রী পুড়ে যায় গাইবান্ধা জেলার উপ-সহকারী পরিচালক ফায়ার ডিফেন্স আমিরুল ইসলাম জানান, আগুনের সূত্রপাতটি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়নি। তবে এ প্রকৃত কারণ তদন্ত করে দেখা হবে ।