গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাল্যবিবাহ দেওয়ার দায়ে কাজীকে কারাদণ্ড
আবির হোসাইন শাহীন ,নিজস্ব প্রতিবেদক:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাল্যবিবাহ নিবন্ধনের দায়ে সৈয়দ আব্দুল হাদি (৫৫) নামের এক কাজীকে (নিকা রেজিস্ট্রার) কে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দিবাগত রাত ১১ টায় ওই আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিবাহি ম্যাজিস্ট্রেট এ কারাদণ্ড আদেশ দেন। কারাদন্ড আসামি সৈয়দ আব্দুল হাদি কোচাশহর গ্রামের আজাহার আলীর ছেলে।তিনি দীর্ঘদিন ধরে কোচাশহর ইউনিয়ন বিভিন্ন নিকাহ রেজিস্ট্রার হিসাবে কাজ করে আসছেন। স্থানীয়দের তথ্যমতে উপজেলার শাহাপুর গ্রামের রফিকুল ইসলামের বাড়ীতে সোমবার রাতে তার ৮ম শ্রেণীতে পড়ুয়া মেয়ে নাছরিন আক্তারকে (১৪) আসেন শোলাগাড়ী গ্রামের জাফিরুল ইসলামের ছেলে আব্দুল মোমিন (২০)।গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে হাতেনাতে কাজী সৈয়দ আব্দুল হাদিকে আটক করে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান জানান বর ও কনের উভয় পক্ষের লোক ঘটনা স্থল থেকে পালিয়ে যায়।আটককৃত কাজীকে কারাগারে পাঠানোহয়েছে বলে জানান ওসি।