খোর্দ্দ শিয়ালকোলে গ্রাম উন্নয়ন ও দাতব্য সংস্থার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার খোর্দ্দ শিয়ালকোলে বিনামূল্যে প্রায় দু’শতাধিক নারী -পুরুষকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। শুক্রবার (৩১মে) সকালে খোর্দ্দ শিয়ালকোল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গ্রাম উন্নয়ন ও দাতব্য সংস্থার উদ্যোগে সিরাজগঞ্জ ও ঢাকার চিকিৎসকরা বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান ও কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। খোর্দ্দ শিয়ালকোল গ্রাম উন্নয়ন ও দাতব্য সংস্থার সভাপতি জুয়েল রেজা, সাধারণ সম্পাদক ডঃ মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক বাহ উদ্দিন বিশাল, অর্থ সম্পাদক রাসেল খন্দকার, উপদেষ্টা শাহ আলম উপস্থিত ছিলেন। এ সময় নাক, কান, গলা, হার্ড, মেডিসিন, ডায়াবেটিস বিশেষজ্ঞ চিকিৎসরা দু’শতাধিক নারী-পুরুষ ও শিশুকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন। খোর্দ্দ শিয়ালকোল গ্রাম উন্নয়ন ও দাতব্য সংস্থা দরিদ্র ও মেধাবী শিশু ও ছাত্র-ছাত্রীদের শিক্ষা কার্যক্রমে সহযোগিতা করা, বিনা মূল্যে চিকিৎসা সেবা, পথযাত্রীদের বিশুদ্ধ পানির ব্যবস্থা, মাদকের কুফলতা সম্পর্কে সামাজিক সচেতনতা মূলক কাজ করে আসছে। উল্লেখ্য গত ২০১৮ইং সাল থেকে খোর্দ্দ শিয়ালকোলে একটি অরাজনৈতিক ও সম্পুর্ণ সুদবিহীন দাতব্য সংস্থা ৩১ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে। এখানে একদল তরুণ শিক্ষার মাধ্যমে দারিদ্র চক্র ভঙ্গ করা। সামাজিক ও অর্থনৈতিকভাবে অনগ্রহসর ছাত্রছাত্রী এবং জনসাধারণের চাহিদা পূরণের মাধ্যমে জাতি গঠনে অবদান রাখার এবং সামাজিক সচেতনতা তৈরী করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।