খোকসাবাড়ীতে কৃষকের মাঠ দিবস পালন।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার খোকসাবাড়ী ইউনিয়নের চন্দ্রকোনাতে বুধবার (১৭এপ্রিল-২০১৯) বিকেলে রাজস্ব খাতের অর্থায়নে রবি/২০১৮-১৯ মৌসুমে নতুন জাত ও প্রযুক্তি সম্প্রসারণে স্থাপিত প্রদর্শনীর মাঠ দিবস পালন করা হয়েছে । উক্ত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, (এডিডি)কৃষিবিদ হাসান ইমাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ( ইউ এ ও) কৃষিবিদ মোঃ রোস্তম আলী, ( এ ই ও) কৃষিবিদ এ্যামিলিয়া জান্নাত। মাঠ দিবসে সংশ্লিষ্ট (এস এ এ ও)ইউনিয়নের বৃন্দ সহ কৃষক -কৃষানীরা ও এলাকার গন্যমান্য ব্যক্তিদের অনেকেই উপস্হিত ছিলেন ।