সিরাজগঞ্জ

খোকশাবাড়ীতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বকুলের নির্বাচনী শো-ডাউন ও গণসংযোগ

স্টাফ রিপোর্টারঃ

আগামী ১১নভেম্বর সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ীতে অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মনজুর রহমান বকুলের নির্বাচনী মটরসাইকেল শো-ডাউন ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল ৩টায় প্রায় ৫ শতাধিক মটরসাইকেল,অটোরিকসা,অটোভ্যান ও সিএনজি’র বহর নিয়ে হাটবয়ড়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এ বিশাল শো-ডাউন শুরু হয়। শো-ডাউনটি ইউনিশনের খলিশাকুড়া,চরখোকশাবাড়ী,
শালুয়াভিটা,চরব্রাহ্মনগাঁতী,ব্রাহ্মনগাঁতী,সাটিকাবাড়ী,বানিয়াগাঁতী,মুনসুমী,তেলকুপি,চন্দ্রকোণা,ফকিরতলা,নলছিয়াপাড়া,কুশাহাটা,গুণেরগাঁতী,খোকশাবাড়ী, শৈলাবাড়ী,দিয়ারপাঁচিল,পাঁচিল ও
ব্রাহ্মনবয়ড়া এলাকা পদক্ষিণ করে হাটবয়ড়া উচ্চ বিদ্যালয় মাঠে এসেই শেষ করে। এদিকে বিশাল মটরসাইকেল শো-ডাউন পদক্ষিণকালে তিনি ইউনিয়নবাসীকে হাত তুলে শুভেচ্ছা জানান এবং ইউনিয়নবাসীও হাত তুলে তার শুভেচ্ছার জবাব দেন এবং স্বাগত জানান।

এসময় সংক্ষিপ্ত এক বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী মনজুর রহমান বকুল বলেন,আমার প্রয়াত বাবা ফরহাদ হোসেন খোকশাবাড়ী ইউনিয়নে একটানা দীর্ঘ ২৮ বছর সফলতার সাথে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তার সেবা থেকে যেমন কোন মানুষ বঞ্চিত হয়নি তেমনি ইউনিয়নের এমন কোন এলাকা নেই যেখানে তার উন্নয়নের ছোঁয়া লাগেনি। আমার বাবা ছিলেন শিক্ষানুরাগী ব্যক্তিত্ব ও উন্নয়নের রুপকার। তার সুনাম ও প্রশংসা এখনও ইউনিয়নের সর্বত্র বিরাজমান। তিনি নেই অথচ তিনি তার কর্মদিয়ে খোকশাবাড়ীর মাটি ও মানুষের হৃদয়ে বেঁচে আছেন অমর হয়ে। আমি তার সুযোগ্য সন্তান হিসেবে তার সফলতার সিঁড়ি বেয়ে বিগত ২০০৩ সালে চেয়ারম্যান নির্বাচিত হয়ে দীর্ঘ ৮ বছর সফলতার সাথে দায়িত্ব পালন করেছি। ইউনিয়নের মানুষ অতীতেও যেমন আমার প্রতি ভালোবাসা দেখিয়েছেন এবারের নির্বাচনেও সেই ভালোবাসায় ইউনিয়নবাসী ভোট দিয়ে সিক্ত করে চেয়ারম্যান নির্বাচিত করে আমার অসমাপ্ত কাজ সমাপ্ত করার সুযোগ দেবেন। তবে নিরপেক্ষ নির্বাচন হলে বিজয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।
শোডাউনে তার ভাই কমরেড হুমায়ন কবীর ও মোস্তাফিজুর রহমান মুকুলসহ বিপুল সংখ্যক কর্মী-সমর্থক অংশ গ্রহণ করেন।