খেলা ঘর সিরাজগঞ্জ জেলা সম্মেলন অনুষ্ঠিত
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
বাংলাদেশের ঐতিহ্যবাহী শিশু,কিশোর -কিশোরীদের নিয়ে দেশীয় ভালো সংস্কৃতিচর্চার সংগঠন “খেলাঘর “এর সিরাজগঞ্জ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫মার্চ-২০১৯) দিনব্যাপী সম্মেলনের শুরু হয় সিরাজগঞ্জ শহরের মুক্তির সোপান শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা, সংগঠনের বিভিন্ন শাখার শিশু,কিশোর- কিশোরীদের নিয়ে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ এম,মনসুর আলী অডিটোরিয়ামে আলোচনাসভা, মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পবিবেশন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, জেলার সুযোগ্য জেলাপ্রশাসক কামরুন নাহার সিদ্দীকা।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ডাকসুর প্রাক্তন ভিপি, এশিয়াটিক সোসাইটি বাংলাদেশের চেয়ারম্যান, বিশ্ব শিক্ষক ফেডারেশনের সভাপতি কেন্দ্রীয় খেলাঘর আসরের চেয়ারপার্সন,বেগম রোকেয়া পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব অধ্যাপক মাহফুজা খানম।
বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব,নাট্যজন, নৃত্যগুরু খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য, কন্ঠযোদ্ধা শিল্পী লায়লা হাসান, বিশিষ্ট চিকিৎসক খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ডাঃলেলিন চৌধুরী, “ছুটেচলা ” সংগঠক ওখেলাঘর কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রনু আলী, শিশু আদায় অধিকার সংগঠনের জহিরুল ইসলাম জহির, খেলাঘর কেন্দ্রীয় প্রতিনিধি হিসাবে উপস্হিত ছিলেন, সম্পাদক তৌহিদ রিপন,মাহবুবুর রহমান শিপন, রাজশাহীবিভাগীয় আঞ্চলিক সমন্বয়ক এনামুল জিন্নাহ, খুলনা বিভাগীয় আঞ্চলিক সমন্বয়ক অধ্যাপক হাসানুজ্জামান, খেলাঘর জাতীয় পরিষদ সদস্য মোস্তফাজামান, খেলাঘর জেলস সম্মেলন প্রস্তুতি পরিষদ চেয়ারম্যান রেবেকা সুলতানা জোসিন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, খেলাঘর সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি পরিষদের আহবায়ক ডাঃ রোকন উদ্দীন ।
প্রধান অতিথি মাহফুজা খানম বলেন, শিশু,কিশোর -কিশোরীদের সুন্দর ভবিষ্যত গড়ার লক্ষ্যে খেলাঘরের জন্ম।
আগামী প্রজন্ম মুক্তিযোদ্ধার চেতনায় লালিত হয়ে আদর্শ, উদ্দ্যেশ্য দেশকে ভালোবাসবে, আলো ছড়িয়ে দিবে,ভালোমানুষ গড়ার অঙ্গীকার নিয়ে প্রত্যয় ব্যক্ত করেন এবং সম্মেলনের সফলতা কামনা করেন। পরে সম্মলনে মোস্তফা নূরুল আমিনকে সভাপতি ও ডাঃ রোকন উদ্দীনকে সাধারন সম্পাদক করে কমিটি করা হয়েছে।
সম্মেলন জেলার বিভিন্ন উপজেলা হতে সংগঠনের প্রায় সহস্রাধিক শিশু,কিশোর – কিশোরী ও অভিভাবকদের উপস্হিতি ঘটে।