চৌহালী/এনায়েতপুর

খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিএনপি’র মানববন্ধন-এনায়েতপুরে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে সিরাজগঞ্জের এনায়েতপুরে থানা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে থানা সদরে মানববন্ধন পালিত হয়েছে। সোমবার দুপুরে কেন্দ্রিয় কর্মসূচি হিসেবে সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক সড়কে মানব বন্ধন কর্মসূচিতে চৌহালী উপজেলা ভাইস চেয়ারম্যান ও এনায়েতপুর থানা বিএনপির সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রওশন আলী মন্টু, থানা স্বোচ্ছাসেবক দলের সভাপতি জানে আলম ভূইয়া, খুকনী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ গোলাম,স্থল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম, এনায়েতপুর থানা তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন কমিটির সাধারণ সম্পাদক হাবিব সরকার,ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইদুল ইসলাম রাজ, কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আয়ুব আলী, ছাত্রদল নেতা ইউসুফ আলী, বিজয় মাহমুদসহ দলীয় নেতৃবৃন্দ। শান্তিপূর্ণ মানববন্ধনে বিএনপির সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।