সিরাজগঞ্জ

খালেদা জিয়া মৃত্যুতে “সবুজ কানন স্কুল এন্ড কলেজের আয়োজনে শোকসভা দোয়া-মোনাজাত অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ


বিএনপি চেয়ারপার্সন, দেশনেত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র মৃত্যুতে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী সুনামখ্যাত বিদ্যাপীঠ সবুজ কানন স্কুল এন্ড কলেজ এঁর আয়োজনে-শোকআলোচনা সভা দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১জানুয়ারি-২০২৬খ্রি.) দুপুরে সবুজ কানন স্কুল এন্ড কলেজের শিক্ষক মিলনায়তনে-উক্ত অনুষ্ঠানে শোক আলোচনাসভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সবুজ কানুন স্কুল এন্ড কলেজে’র অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ মাসুদ আলম এবং দোয়া- মোনাজাত পরিচালনা করেন, সিনিয়র শিক্ষক মওলানা মোঃ লুৎফর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন, সবুজ কানন স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক (প্রভাতী শাখা) এস.এম.এনামুল কবীর। এসময়ে শোক সভায় মরহুমা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং আরও উপস্থিত ছিলেন সবুজ কানন স্কুল এন্ড কলেজের অভিভাবক সদস্য মোঃ ময়নুল ইসলাম, প্রভাষক সঞ্জিব কুমার কর্মকার, মোঃ নুর নবী সেখ, ইউসুফ আলী সেখ, সহকারী শিক্ষক আব্দুল লতিফ, এস.এম. সাদেক রেজা, শিক্ষক প্রতিনিধি ঈমান আলী, জান্নাতুল ফেরদৌস, রুবিনা বেগম শিলা, ফাতেমা খাতুন, সাকাওয়াত হোসেন, ওয়াসিম সেখ সহ অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক- কর্মচারীরা।
উল্লেখ্য, বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপোষ দেশনেত্রী খালেদা জিয়া গত মঙ্গলবার সকাল ৬ টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল ফরমান। বুধবার বাদ জোহর মানিকমিয়া এভিনিউয়ে জানাযা শেষে তার স্বামী শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে দাফন সম্পন্ন করা হয়। বিভিন্ন দেশের পররাষ্ট্র মন্ত্রীরা ৩ দিনের শোক শোক কর্মসূচি ঘোষণা করেন।