খালেদা জিয়ার নিঃর্শত মুক্তির দাবিতে প্রতিবাদ সভা করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি ।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃর্শত মুক্তির দাবিতে এবং বন্দি নেতা-কর্মীদের মুক্তির দাবীতে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে শনিবার(৯ ফেব্রুয়ারি-২০১৯) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভা করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি। জেলা বিএনপির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজি আজিজুর রহমান দুলালের সভাপতিত্বে জেলা বিএনপির প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু বলেন,আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই দেশে স্বৈরাচারের পতন ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল। কিন্ত গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া রাজনীতির প্রতিহিংসার ষড়যন্ত্রমূলক মামলার বিচারের প্রহসনের রায়ে দন্ডপ্রাপ্ত হয়ে দীর্ঘ এক বছর ধরে একটি পরিত্যক্ত নির্জন কারাগারে মানবতার জীবনযাপন করছেন। তিনি আন্দোলনে মাধ্যমেই বেগম খালেদা জিয়াকে মুক্ত করার অভিপ্রায় ব্যক্ত করে সকলকে নতুন করে আন্দোলনে অংশ গ্রহণ করার জন্য আহবান জানান। জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক হারুন অর রশিদ খান হাসানের সঞ্চালনায় প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা,সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, মির্জা মোস্তফাজামান, জেলা কৃষক দলের আহবায়ক সাইদুল ইসলাম খান আলো, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ, সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক তৌহিদ আলম ও জেলা ছাত্রদলের সহ সভাপতি জাকিরুল হাসান জাকির। প্রতিবাদ সভায় অন্যান্যনর মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি আনিসুজ্জামান পাপ্পু,আসলাম পারভেজ,সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শামীম খান,যুগ্ন সাধারণ সম্পাদক অমর কৃষ্ণদাস,মুন্সি জাহিদ আলম, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাজেদুল হক তালুকদার রতন,বিএনপি নেতা আলমগীর হোসেন জুয়েল, আসাদুজ্জামান, জেলা জিয়া পরিষদের আহবায়ক অধ্যাপক হাশিম তালুকদার, জেলা জাসাসের সিনিয়র যুগ্ন আহবায়ক রানা,জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মিলন হক রঞ্জু, সহ সভাপতি ময়নুল ইসলাম রাষ্ট্র, জেলা শ্রমিক দলের যুগ্ন আহবায়ক নজুরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সম্পাদক আকাশ খন্দকার, জেলা ছাত্রদলের সহ সম্পাদক তাইবুল হাসান সহ আরো অনেকে। প্রতিবাদ সভা শেষে বেগম খলেদা জিয়ার মুক্তি ও সুস্থ্যতা কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন পাঁচরাস্তা জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মাহমুদুল হাসান।