খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
আবির হোসাইন শাহিন ,নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জের চৌহালীতে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের উদ্যোগে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাঃ এম এম আমজাদ হোসেন মহোদয়ের ৭ম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে ফ্রি মেডিক্যাল ক্যাম্প-২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের হাসপাতালের উদ্যোগে এবং মরহুম আলহাজ মির্জা মোজাফ্ফর হোসেন স্মৃতি ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় রেহাই-পুখুরিয়া আর পি এন শহীদ শাহজাহান কবির উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন।
এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডাঃ মুহম্মদ শহিদুল ইসলাম প্রফেসার ক্যাম্পের শুভ উদ্বোধন করেন। ২৭ সদস্য বিশিষ্ট মেডিকেল টিম প্রধান অধ্যাপক ডাঃ মুহম্মদ শহিদুল ইসলাম প্রফেসারের নেতৃত্বে যমুনা নদীর পুর্ব অঞ্চলের গরীব অসহায় মানুষের রোগ নির্নয়ে ফ্রি চিকিৎসা প্রদানের আয়েজন করেন।
এ ক্যাম্পে বাঘুটিয়া ও খাষপুখুরিয়া ইউপির বিভিন্ন রোগে আক্রান্ত অসহায় দুস্থ প্রায় ১২’শ জন রোগীকে বিনামুল্যে পরীক্ষা ও ঔষদ বিতরণ করা হয়। এসময় চৌহালী উপজেলা আ’লীগের সদস্য মিয়ান বোরহান উদ্দিন, মোজাফ্ফর ফাউন্ডেশনের পরিচালক মির্জা আব্দুল হালিম, যুগ্ন সম্পাদক মির্জা শহিদুল ইসলাম, বাঘুটিয়া ইউপি সদস্য মির্জা সেলিম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।