ক্ষেতে পানি দিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
বুধবার দুপুরে উল্লাপাড়া উপজেলার কয়ড়া ইউনিয়নের সড়াতলা গ্রামের মাঠে বিদ্যুৎপৃষ্টে আলম হোসেন (৩৮) নামের এক ভ্যান চালক মারা গেছেন। ঘটনার সময় তিনি তার বিদ্যুৎচালিত শ্যালো মেশিন থেকে তার ঘাসের জমিতে পানি দিচ্ছিলেন। শ্যালো মেশিনের সংযোগ লাইন ছিদ্র থাকায় আলম অসর্তকতাবশতঃ তাতে স্পর্শ লেগে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উল্লাপড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। আলম এই গ্রামর আনছার আলীর ছেলে।
সংশ্লিষ্ট কয়ড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেলাল উদ্দিন জানান, আলম তার শ্যালো মেশিন চালিয়ে তার ঘাষের খেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মারা যান। ওই মেশিনের সংযোগ তার ছিদ্র থাকায় এই দুর্ঘটনা ঘটে।