ক্রসিংয়ের কবলে সিরাজগঞ্জ এক্সপ্রেসে কমলাপুর-সিরাজগঞ্জ আসতে সময় লাগলো ১৩ঘণ্টা
আবির হোসাইন শাহিন :
ক্রসিং এর বেড়াঝালে কমলাপুর থেকে সিরাজগঞ্জে পৌছাতে সময় লাগল ৩ ঘণ্টার জায়গায় ১৩ ঘণ্টা। এ যেন লোকাল ট্রেনকেও হার মানিয়ছে সিরাজগঞ্জ এক্সপ্রেস। নামে শুধু ইন্টারসিটি কাজে লোকাল এর থেকেও জগন্য। বার বার প্রতিবাদ করার পরেও কোনো সমাধান পাওয়া যায়নি। এদিকে যাত্রীদের দুভোগের শেষ নেই।ট্রেনের ভিতরে তিল পরিমাণ জায়গা না থাকায় যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদেও ভ্রমন করে অনেকে।
গতকাল কমলাপুর থেকে এক ঘণ্টা লেটে ৬:২০ মিনিটে ছাড়ে সিরাজগঞ্জ এক্সপ্রেস কিন্তু ঘন ঘন ক্রসিং এর কারনে মৌচাক আসতে সময় লাগে ৩ ঘণ্টা। যেসব জায়গাতে ক্রসিং এর প্রয়োজন নেই সেখানেও ক্রসিং ফেলে যাত্রীদের ভোগান্তি আরও বাড়িয়ে দেয়।কালিয়াকৈর এসে পৌছায় রাত ১২ টা। সেখানে আবার অপেক্ষা করতে হয় ৩ ঘণ্টা। বিকল্প ব্যবস্থা না থাকায় ট্রেনের উপর ভরসা করে থাকতে হয় যাত্রীদের। টাঙাইল এসে পৌছায় রাত ৩ টায়।
অতিরিক্ত যাত্রী আর ক্রসিংয়ে যাত্রীদের নাভিশ্বাস করে তলে।এসময় ঘরমুখো যাত্রীরা বিভিন্ন অভিযোগ করে বলেন কতৃপক্ষের অবহেলা আর দায়িত্বহিনতার কারনে তাদেরকে আজকে ৩ ঘণ্টার ভ্রমন ১৩ ঘণ্টাতে পৌছাতে হল। সব অবসান ঘটিয়ে ভর ৪:৩০ মিনিটে সিরাজগঞ্জ এক্সপ্রেস গন্তব্যস্থলে এসে পৌছায়।
সিরাজগঞ্জবাসি ক্রসিং নামক ভোগান্তি থেকে মুক্তি চায় এবং দরকার হলে সিরাজগঞ্জ ঢাকা বিরতিহীন ট্রেন চালু করা হোক