তাড়াশ

কেমন হলো নিমগাছির নির্বাচন ?

আব্দুল কুদ্দুস তালুকদার-

গত রবিবার সারা দেশের মত সিরাজগঞ্জ – ৩, রায়গঞ্জ- তাড়াশ- সলংগা এলাকায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আলোকে নিমগাছি অঞ্চলে তথা সোনাখাড়া ইউনিয়নে দু’একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে ভোটপর্ব অনুষ্ঠিত হয়। এতে নৌকা মার্কার প্রার্থী আওয়ামী লীগ মনোনীত অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ ১ নং ওয়ার্ডের কলিয়া কেন্দ্রে ১২৫৮, ২ নং ওয়ার্ডের শ্রীরামপুর কেন্দ্রে ১৩২২, ৩ নং ওয়ার্ডের সোনাখাড়া কেন্দ্রে ১৫৩৪, ৪ নং ওয়ার্ডের আঁকড়া কেন্দ্রে ১৮৯০, ৫ নং ওয়ার্ডের নিমগাছি কেন্দ্রে ২৬২৩, ৬ নং ওয়ার্ডের ধলজান কেন্দ্রে ১৭১৩, ৭ নং ওয়ার্ডের মৌহার কেন্দ্রে ১৬৮২, ৮ নং ওয়ার্ডের গোতিথা কেন্দ্রে ২৫৫৯ ও ৯ নং ওয়ার্ডের খৈচালা কেন্দ্রে ১৩৮৯ ভোট পান। এই ইউনিয়নে তিনি মোট ১৫৮৭০ ভোট পান। অপর দিকে বিএনপি মনোনীত প্রার্থী এলাকার সাবেক চারবারের নির্বাচিত এমপি আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদার ১ নম্বরে পান ৩, ২ নন্বরে ৩২৬, ৩ নম্বরে ১১২, ৪ নম্বরে ৭৫, ৫ নম্বরে ১৭৫, ৬ নম্বরে ৮৯, ৭ নম্বরে ৩, ৮ নম্বরে ১ ও ৯ নম্বর ওয়ার্ডে ৭০ ভোট। তার প্রাপ্ত মোট ভোটের পরিমান ৮৩৪। এত ভোট কিভাবে পেলেন ডাঃ আব্দুল আজিজ তা জানতে চাইলে ইউপির পুল্লা গ্রামের বাসিন্দা ও রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ফেরদৌস আলম তালেব জানান, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের চিত্র দেখে ও তার দেশাত্ববোধ, মানবতাবোধের চেতনার প্রতি আকৃষ্ট হয়ে মানুষ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিপুল ভাবে ভোট দিয়ে বিজয়ী করেছেন উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করতে। অপর দিকে বিএনপির ইউপি শাখার সাধারন সম্পাদক আমিনুল ইসলাম জিন্নার কাছে এত কম ভোট কেন পেলেন জনপ্রিয় নেতা আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদার তা জানতে চাইলে তিনি জানান, ভোটের প্রচারনা শুরু হবার পর থেকে তাদের প্রার্থীর উপর আওয়ামী লীগের ক্যাডারগন হামলা চালিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করে ও জুলুমবাজ সরকার কয়েকটা মামলায় জড়িয়ে হয়রানীর শিকার করে, ফলে তিনি বাড়ী থেকে বের হতে পারেন নি প্রচার তো দুরের কথা ! এছাড়া প্রতিরাতে বিএনপি কর্মীদের বাড়ী বাড়ী পুলিশ হানা দেয় ভোটের আগের রাত পর্যন্ত যা চালু ছিল এবং দুদিন আগে তাদের দলের ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা আব্দুল কুদ্দুস মন্ডলকে পুলিশ আটক করে যিনি আজো জেলখানায়, তাকে তাড়া করে ধরিয়ে দেয় আওয়ামী লীগের ক্যাডারগন নির্বাচনী প্রচারনা চালাতে গিয়ে ; তারও কদিন আগে নিমগাছি বাজার থেকে বিকেল বেলা ধরে নিয়ে জেলে ভরে পুলিশ ইউনিয়ন পরিষদ সদস্য যুবদল নেতা তছির উদ্দীনকে । তা ছাড়া আওয়ামী ক্যাডার বাহিনী নির্বাচনের পূর্ব রাতে প্রশাসনের সহযোগিতায় ভোট কেন্দ্রে গিয়ে ব্যালট পেপার কেটে জাল ভোট দিয়ে ভোটের বাক্স ভরে রাখে। সর্বশেষে ভোটের দিন সকালেই কেন্দ্র দখল করে বিএনপি এজেন্টদের বের করে দিয়ে জাল ভোট মেরে নির্বাচনের কফিনে শেষ পেরেক ঠুকে দেয়। তাদের এই ঘৃন্য কাজের প্রতিবাদ করায় শ্রীরামপুর কেন্দ্রের এজেন্ট বিএনপি কর্মী ঐ গাঁয়ের মেহেদ আলীর ছেলে আইয়ুব আলীকে মারধর করে তাড়িয়ে দেয় আওয়ামী লীগের কর্মীরা। জনতা ক্ষিপ্ত হয়ে প্রতিরোধ করতে গেলে বিজিবি সদস্যরা তাদের তাড়া করে। এতে কেন্দ্র ফাঁকা হলে সব ভোটের ব্যালটে নৌকার সিল মেরে বাক্স ভরে। দেশ স্বাধীন হবার পরে কোনদিনও এই কেন্দ্র থেকে নৌকা মার্কা জয়ী হতে না পারলেও এবার ধানের শীষের তিনগুন বেশী ভোট পায় যা একটা রেকর্ড, যদিও ইতিপূর্বে অনুষ্ঠিত সব নির্বাচনে ফল হয়েছে ঠিক উল্টা ; কারন এই গ্রামে জন্মেছিলেন উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও সোনাখাড়া ইউপির সাবেক তিনবার নির্বাচিত চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদার যিনি নিমগাছি ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতাও বটে। এজন্য গ্রামটি বিএনপির ঘাঁটি হিসাবেও পরিচিত। এরকম আরো এলাকায় একটা গ্রাম আছে তার নাম অাঁকড়া ; গ্রামটিকে লোকে ২য় পাকিস্তান কয় কারন এই গাঁয় একাত্তরের নয় মাস রাজাকারের ঘাঁটি ছিল মুক্তিযুদ্ধের সময় মফিজ মাওলানার বাড়ীতে। মফিজ মাদানী ছিলেন রায়গঞ্জ থানা জামায়াতের আমীর ও ১৯৭০ সালের সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী, এজন্য তার ভক্তরা বিপুল ভাবে ধানের শীষে ভোট দেয় আজো ঐতিহাসিক কারনেই। ভোটের দিন ঐ গ্রামের কেন্দ্র থেকে নৌকা মার্কার লোকেরা বিএনপি এজেন্টদের বের করে দেয়। জাল ভোট দিয়ে বাক্স ভরে ফেলে। প্রতিবাদ করলে গ্রামের যুবদল নেতা সুলতান মাহমুদ দুলালকে মেরে আহত করে আওয়ামী লীগের ক্যাডারগন। সে শয্যাশায়ী এখন। প্রায় ২ হাজার ভোট এই কেন্দ্রে। এর আগে ৩/৪ শর বেশী ভোট পায়নি নৌকা মার্কার প্রার্থী আর এবার একশ ভোট পেলনা ধানের শীষ মার্কা আর সব নৌকা। কিভাবে হলো এটা প্রশ্ন করেন পাল্টা তিনি। এই নেতা আরও জানান, এর আগে সোনাখাড়া ইউপি নির্বাচনে কোনো চেয়ারম্যান প্রার্থী ৫/৬ হাজারের বেশী ভোট পায়নি তা সে যত জনপ্রিয় হোন না কেন যদিও স্থানীয় পরিষদ নির্বাচনে ভোটার বেশী উপস্থিত হন ; আর এমপি নির্বাচনে ভোটার আরো কম উপস্থিত হয়ে থাকেন, সেক্ষেত্রে এবার কোন্ হিসাবে বা যুক্তিতে ডাঃ আব্দুল আজিজ ১৫ হাজারের বেশী ভোট পেলেন ? এর মাধ্যমে প্রমান হয় সোনাখাড়া ইউপিতে তার পাওয়া ভোট অধিকাংশই জাল বা ভুয়া। তবে আর যাই হোক, এবারের নির্বাচনের শেষে আনন্দে প্রায় প্রতি পাড়ায় পিকনিক করছে মাইক বাজিয়ে নৌকার সমর্থকেরা, কোথাও বা খাসী জবাই করে ; যদিও এই প্রবনতা ভোটের দিনের সপ্তাহ খানেক পূর্ব থেকেই লক্ষ্য করা গেছে। এত টাকা কিভাবে আওয়ামী লীগের কর্মীরা খরচ করে জানতে চাইলে, সাবেক ইউপি সভাপতি প্রবীণ আওয়ামী লীগ নেতা পিয়ার আলী মাস্টার জানান মানুষের আগের মত অভাব আর নেই তাই আনন্দে একটু অাধটু খরচ করতে সমস্য হয় না তাদের।