কৃষক হত্যা মামলায় পিতা-পুত্র গ্রেপ্তার -সরিষাবাড়ীতে
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ তৌকির আহাম্মেদ হাসু
জামালপুরের সরিষাবাড়ীতে কৃষক শাহজাহান আলী ওরফে সাজু (৫০) হত্যার ঘটনায় গতকাল শনিবার রাতে পিতা-পুত্র বছির উদ্দিন(৪০) ও আব্দুল মান্নান (২৫) কে গ্রেপ্তার
করেছে পুলিশ।
নিহতের পারিবারিক ও পুলিশ সুত্রে জানা গেছে,সরিষাবাড়ী
উপজেলার ডোয়াইল ইউনিয়নের ভবানীপুর গ্রামের কৃষক শাহজাহান আলী
ওরফে সাজু গত বুধবার (১ লা মে) সন্ধ্যা ৭টায় নিজ বাড়ি থেকে চা
পানের জন্য ভবানীপুর বাজারে যায়। চা প্রাণ শেষে রাত সাড়ে ৯টায়
শাহজাহান আলী বাড়িতে রওনা হয়। বাজারের উত্তর পাশে বছিরের বাড়ির
সামনে আসলে একদল সন্ত্রাসী তার মাথায় ইট দিয়ে আঘাত করে খুন করে
পালিয়ে যায়।
খবর পেয়ে পরিবারের লোকজন ভবানীপুর বছিরের বাড়ির সামনে থেকে
গুরুতর আহত শাহজাহান আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে
আসে। কর্তব্যরত চিকিৎসক জীনিফার ইয়াসমিন তাকে মৃত ঘোষনা
করেন।
নিহতের ছেলে সুমন মিয়া(২৫) বাদি হয়ে গতকাল শনিবার রাতে অজ্ঞাত
৫/৭ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন।
গতকাল শনিবার রাতেই পুলিশ ভবানীপুর গ্রাম থেকে পিতা-বছির
উদ্দিন ও পুত্র আব্দুল মান্নানকে গ্রেপ্তার করে গতকাল রোববার দুপুরে
পিতা-পুত্রকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নিহতের ছেলে সুমন মিয়া (২৫) বলেন,আমার বাবাকে খুনীরা পরিকল্পিত
ভাবে ইট দিয়ে আঘাত করে হত্যা করেছে। আমি বাবা হত্যাকারীদের
গ্রেপ্তার ও শাস্তি দাবি করি। থানায় অজ্ঞাত হত্যা মামলা দায়ের করেছি।
মামলার তদন্তকারী কর্মকর্তা সরিষাবাড়ী থানার এস.আই ইমান আলী
বলেন, পিতা বছির উদ্দিন জবান বন্দিতে বলেন, তার ছেলে আব্দুল মান্নান
কৃষক নিহতের ঘটনায় জড়িত স্বীকার করায় পিতা-পুত্রকে গ্রেপ্তার করে
আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাজেদুর
রহমান বলেন, কৃষক হত্যার ঘটনায় পিতা-পুত্র দুই জনকে গ্রেপ্তার করে
আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।