কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করলো কৃষি অধিদপ্তর
আবির হোসাইন শাহিন :
সিরাজগঞ্জ শাহজাদপুরে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে আজ রোববার দুপুরে উপজেলা কৃষক ট্রেনিং সেন্টারে ৪টি সি,আই,জি সমিতির মধ্যে ৮টি ইঞ্জিন চালিত পাওয়ার ট্রিলার ৪টি রিপার, ৪টি পাওয়ার থ্রেসার ও ৪টি এলএলপি মেশিন বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খানের সভাপতিত্বে ২০১৮-১৯ অর্থ বছরে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট অনুমোদনকৃত এআইএফ-২ ম্যাচিং গ্র্যান্ড ফান্ড এর যন্ত্রপাতি বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ লিয়াকত প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মন্জু আলম সরকার।