কুড়িগ্রামে হেরোইনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মোকছেদ গ্রেফতার
মোঃ বুলবুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রাম সদরে ৩.২ গ্রাম হেরোইনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ মোকছেদকে (২৩) গ্রেফতার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ।
পুলিশ জানান, শনিবার (২১আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার এর নেতৃত্বে এসআই আমিনুল হক, এএসআই শাহিন অভিযান চালিয়ে মোকছেদ আলীর নিজ বাড়ী থেকে ৩.২ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃর্ত কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ মোকছেদ (২৩) পৌরসভার পলাশবাড়ী পশ্চিম পাড়া গ্রামের মৃতঃ ময়েজ উদ্দিনের ছেলে। কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মোঃশাহরিয়ার জানান, মোকছেদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।
