কুড়িগ্রামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন জেলা পরিষদের চেয়ারম্যান
মোঃবুলবুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রাম সদরে তিনতলা ফাউন্ডেশন মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনের করেছেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ এর সভাপতি জননেতা মোঃ জাফর আলী।
সোমবার (২০ সেপ্টেম্বর ) সদরের হলোখানা ইউনিয়নের ৯নং ওয়ার্ড এর ঐতিহ্যবাহী
সুুভারকুটি বায়তুন-নবী জামে মসজিদের তিনতলা ফাউন্ডেশন মসজিদের ভিত্তিপ্রস্তর এর উদ্ধোধন করা হয়।
উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ এর সভাপতি জননেতা মোঃ জাফর আলী। এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পৌর মেয়র মোঃ কাজিউল ইসলাম,
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান , থানা আওয়ামীলীগের সাঃ সম্পাদক মোঃ ছালে আহম্মেদ মজনু, মসজিদের সভাপতি মোঃ নুরন্নবী সরকার, জেলা পরিষদ সদস্য মোছাঃ মাহাবুবা বেগম, সাবেক চেয়ারম্যান মোঃ আজিজুল হক, হলোখানা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ নুরনবী আলী, নুরন্নবী বালিকা মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ নুরইসলাম, উক্ত ওয়ার্ড এর মেম্বার মোঃগোলজার হোসেন, সাবেক মেম্বার মোঃ ওয়াহেদ আলী বানু, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আব্দুর রাজ্জাক, শামসুজ্জোহা সুইট, আঃ জলিল, মোঃ ছোলজার হোসেন, মোঃ মমিনুর রহমান, মোঃ সিরাজুুল ইসলাম, মোঃ রফিকুুল ইসলাম, মোঃ আনোয়ার আলী প্রমূখ। এছাড়াও স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনে দেশ জাতির কল্যাণ কামনা করে ও অত্র মসজিদের উন্নয়নের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
মোঃবুলবুল ইসলাম
কুড়িগ্রাম
০১৭২৭-৯৬৬৯২৯