সারাদেশ

কুড়িগ্রামে জিআর ওয়ারেন্ট মূলে ২ আসামী গ্রেফতার

মোঃ বুলবুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ

পুলিশ সুপার কুড়িগ্রাম সৈয়দা জান্নাত আরা মহোদয়ের দিকনির্দেশনায় কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোঃ শাহরিয়ার নেতৃত্বে (২০আগস্ট) শুক্রবার রাতে এসআই আমিনুল, এএসআই রাজু ,এএসআই শামীম সহ তাদের সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালান করিয়া ৭ বছরের পলাতক আসামী জিআর ০৪/১৩ ( ভিকটিম সাহিদা অপহরণ ও গুম মামলা ) আসামি মোঃ রাজু (৩৫) পিতা মৃত বাবর আলী ১ নং চর বড়াইবাড়ি কে মধ্য কোমরপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। এবং জিআর ২০৪/১২ ও ( দায়রা আদালত ৮৫/১৫) আসামি নূর মোহাম্মদ পিতা-মৃত জহুর আলী মধ্যকুমরপুর উভয়েই থানা কুড়িগ্রাম গ্রেফতার করা হয়েছে।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোঃ শাহরিয়ার জানান, গ্রেফতারকৃর্ত ২ আসামিকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।