কুড়িগ্রামে গুড়িগুড়ি বৃষ্টিতে জনজীবনে ভোগান্তি
মোঃ বুলবুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামসহ সারাদেশেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সাথে সাথে বাড়তে শুরু করছে শীতের তীব্রতা। শুক্রবার (৪ফেব্রুয়ারি) সারাটা দিন এভাবেই কেটে গেছে। এদিন সূর্যের দেখা মেলেনি ।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার আবহাওয়া অফিসের তথ্য মতে, কুড়িগ্রামে ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগমীকাল শনিবার পর্যন্ত আকাশ মেঘলা থাকবে বলে জানানো হয়েছে। এদিকে বৃষ্টির সঙ্গে কনকনে ঠাণ্ডা বাতাসে জনজীবনে দুর্ভোগ সৃষ্টি করেছে ।
বিশেষ করে ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষ। সবুজপাড়া থেকে হলোখানা আসার পথে কথা হয় রিক্সা চালক ইদ্রিস আলীর সাথে। তিনি বলেন, প্রতিদিন রিক্সা চালিয়ে যে টাকা আয় হয় তা দিয়েই সংসারের খরচ চালাতে হয়। একদিন রিক্সা না চালালে তাদের মুখে ভাত তুলে দেয়া সম্ভব হয় না। তাই বৃষ্টি ও শীত উপেক্ষা করেই বাসা থেকে বের হয়েছি।
আবহাওয়া দফতর থেকে আরও জানানো হয়, শুক্রবার (৪ ফেব্রুয়ারি) কুড়িগ্রাম বিকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
মোঃ বুলবুল ইসলাম
কুড়িগ্রাম