সারাদেশ

কুড়িগ্রামে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খাইরুল গ্রেফতার

মোঃ বুলবুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ

কুড়িগ্রাম সদরে পাঁচগাছী ইউনিয়ন থেকে ৭৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মর্তুজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৪আগস্ট) রাতে পাঁচগাছী ইউনিয়ন এর শুলকুর বাজার এলাকা থেকে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোঃ শাহরিয়ার এর নের্তৃত্বে সদর থানার সেকেন্ড অফিসার এসআই প্রলয় বর্মা,এসআই আমিনুল, এসআই কাইয়ুম, এএসআই শাহীন, এএসআই আরিফ, এএসআই আসাদ-২ ও এএসআই মিল্টন অভিযান চালিয়ে খায়রুল হোসেন (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার করে।

এ সময় গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ীর কাছ থেকে ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী খায়রুল হোসেন পাঁচগাছী ইউনিয়নের গারুহারা সরকারপাড়া গ্রামের সৈয়দ আলীর ছেলে।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোঃ শাহরিয়ার জানান, এ ব্যাপারে সদর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে এবং জেলহাজতে প্রেরণ করা হয়েছে।