কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় সমাজসেবা দিবস পালিত
মোঃবুলবুল ইসলাম,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :
মুজিব বর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে রোববার (২জানুয়ারি) উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে ।
উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস এর সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা সমাজসেবা অফিসার রায়হানুল ইসলাম , ফুলবাড়ী থানার তদন্ত (ওসি) সারওয়ার পারভেজ, পল্লীবিদ্যুতের ডিপুটি ম্যানেজার আসাদুজ্জামান, মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, উপজেলা ভাইচ চেয়ারম্যান আব্দুল লতিফ এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলন, দৈনিক আলোকিত সকাল ও দৈনিক মাধুকরের জেলা প্রতিনিধি রতি কান্ত রায়, সমাজসেবা অফিসের কর্মকর্তাগন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমূখ।
আলোচনাসভা শেষে উপজেলা সমাজকল্যাণ কমিটির মাধ্যমে চেক বিতরণ করা।