কুড়িগ্রামে ঢিলেঢালা লকডাউন ও জরিমানা
মোঃ বুলবুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ
দ্বিতীয় ধাপে করোনার সংক্রমণের ঢেউ সামলাতে সরকার সারাদেশে আজ ৫ এপ্রিল থেকে ৭ দিনের লকডাউন দিলেও কুুড়িগ্রামে পালিত হচ্ছে ঢিলেঢালা ভাবে। চোর পুলিশ খেলার মত কুড়িগ্রামে পালিত হচ্ছে লকডাউন। আইন শৃঙ্খলা বাহিনীর লোকজনকে দেখলেই বন্ধ করে দেয়া হচ্ছে দোকানের সাটার। আবার মোবাইল টিমের বহর চলে গেলেই সাটার খুলছেন ব্যবসায়ীরা। এরকম ঢিলেঢালা ভাবে পালিত হচ্ছে লকডাউন।
প্রধান সড়কের কিছু ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও অলিগলি ও গ্রাম গঞ্জের দোকানপাট খোলা রয়েছে আগের নিয়মে। ক্রেতাদের অনেকে মাস্ক পরলেও বিক্রেতারা এ ক্ষেত্রে উদাসিন। জেলায় এখনও পর্যন্ত সংক্রমণের হার কম থাকলেও এভাবে চলতে থাকলে ভয়াবহ হওয়ার শঙ্কা করছেন অনেকে। জেলা প্রশাসনের তথ্য মতে, সোমবার সকালে জেলা প্রশাসন থেকে অভিযান পরিচালনা করার সময় মাস্ক না পরার অপরাধে দণ্ডবিধি আইন ১৮৬০/২৬৯ ধারায় জেলা শহরে ১১জন ব্যক্তির নামে ১১টি মামলা এবং ১ হাজার ২৫০ টাকা জরিমানা আদায় করা হয়।