কিশোর কিশোরীদের স্বাস্থ্য ও পুষ্টি উন্নয়ন কর্মসূচী-নিমগাছি হাইস্কুল মাঠে।
আব্দুল কুদ্দুস তালুকদার – সিরাজগঞ্জ
সঠিক খাবার খেলে সঠিক পুষ্টি মেলে, এই প্রতিপাদ্যকে ধারন করে কিশোর কিশোরীদের স্বাস্থ্য ও পুষ্টি উন্নয়ন কর্মসূচী পালিত হলো রাজশাহী বিভাগীয় প্রোগ্রামের আলোকে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছি হাইস্কুল মাঠে বিদ্যালয়ের ছাত্র – ছাত্রীদের মোটিভেসনের উদ্দেশ্যে গতকাল সোমবার দশটায় স্কুল কমিটির সভাপতি ও সোনাখাড়া ইউপি চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল রিপনের সভাপতিত্বে যার আয়োজন হয় WFP, স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন, কিংডম অফ নেদারল্যান্ডস ও DSM এর সৌজন্যে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদ্য নির্বাচিত রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট ইমরুল হোসেন তালুকদার ইমন। বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌর মেয়র আব্দুল্লা আল পাঠান, স্কুলের প্রধান শিক্ষক মনিরুজ্জামান জিন্নাহ, সাবেক প্রধান শিক্ষক পিয়ার আলী সরকার, ধানঘড়া গার্লস হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ডাঃ ফরহাদ আলী, সিনিয়র শিক্ষক সেলিম রেজা, নিমগাছি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান মাহমুদ তালুকদার, স্কুল কমিটির সদস্য আবুল বাসার, শিক্ষক ইউনুস রবিন প্রমূখ। কর্মসূচীর মূল ট্রেনার হিসাবে দায়িত্ব পালন করেন ঢাকাস্থ WFP এর প্রতিনিধি তুবা খান। কর্মসুচীর আলোকে ছাত্র- ছাত্রীদের মধ্যে থেকে ৩০ জন কিশোর কিশোরীকে উদ্যোক্তাগন তাদের প্রকল্পভূক্ত করে নেন যারা পুষ্টি উন্নয়নের জন্য বিশেষ সহায়তা পাবে।