কালিহাতীতে ১০ টাকা কেজির চাল বিতরণ মানা হচ্ছে না সামাজিক দুরত্ব
মোঃ শরিফুল ইসলাম মাহফুজ, টাঙ্গাইল প্রতিনিধি :
শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদেশ।খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হতদিরদ্রদের জন্য স্বল্প মূল্যে খাদ্য সহায়ক কর্মসুচির চাল বিতরণ করা হচ্ছে। সোমবার (১৩ এপ্রি) ১২ টার দিকে কালিহাতীর ছাতিহাটি বাজারে ডিলার নজরুল ইসলাম এর দোকানে গিয়ে দেখা যায়,করোনা অসচেতনা ও সামাজিক দুরত্ব বজায় না রেখে অনেক লোকের সমাগম মধ্যে বিতরণ করা হচ্ছে । চলতি মাসে প্রতি সপ্তাহে সোম,মঙ্গল ও বুধবার এই তিন দিন ১০টাকা কেজি ধরে ৩০ কেজি করে চাল ক্রয় করতে পারবে।
একাধিক কার্ডধারী ডিলার নজরুলকে ইসলাম ৮নং পাইকড়া ইউনিয়ন আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক, নজরুল ইসলামকে এলোমেলো লোকের সমাগম এর কথা জিজ্ঞাস করলে তিনি বলেন তুমি পারলে এদেরকে ট্রেকেলদাও। এখানে নেই কোনো করোনা প্রতিরোধক, জীবাণু নাশক এর ব্যবস্থা। যেখানে মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশে বার বার সচেতন করার সত্যও সে ক্ষমতার অবব্যহার করছে। নাম প্রকাশ না করা এক কার্ড দারি বললেন এখানে মানা হচ্ছে না কোনো নিয়মনিতি নেই কোনো জীবাণু নাশক এর ব্যবস্থা। না মানা হচ্ছে সামাজিক দুরত্ব