কালিহাতীতে ব্যাক্তিগত উদ্যোগে ১৮০ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করলেন মিজানুর রহমান
মোঃ শরিফুল ইসলাম মাহফুজ টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের কালিহাতীর পাইকড়া ইউনিয়নের বিভিন্ন ওয়াটের অসহায় মানুষের মাঝে ব্যাক্তিগত উদ্যোগে ১৮০ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেন, পাইকড়া ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান ( মিজান) বৃহস্পতিবার (০৯ এপ্রিল ) সন্ধ্যায় এ ত্রান সামগ্রী বিতরন করা হয় ।
মিজানুর রহমান বলেন, করোনাভাইরাস এর প্রভাবে আমার নিজ ইউনিয়ন পাইকড়া সহ উপজেলার বিপুল সংখ্যক খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়েছে । আমি আমার সাধ্যমতে পাশে দাঁড়িয়েছি । যার সামর্থ্য আছে সবারই এসব মানুষের পাশে দাডানো উচিত ।এমন এই মহ্যত উদ্যোগকে সবাই সাধুবাধ জানিয়েছে । এ সময় উপস্থিত ছিলেন , বিভিন্ন ওয়াটের বিশিষ্ট ব্যবসাইয়ী এবং সমাজ সেবিরা, মোঃ আরফান আলী, মজিবুর রহমান, নুরুল ইসলাম, মষিয়ুর রহমান (তুলা)।