কালিহাতীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১২জন আটক
মো. শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতীর বেলটিয়া এলাকার ধলেশ্বরী নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১২ জনকে কারাদণ্ড ও একজনকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
জানা যায়, সোমবার (১২ এপ্রিল) রাত১২টার দিকে র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এরশাদুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১২ জনকে কারাদণ্ড ও একজনকে ১ লাখ টাকা জরিমান, দুইটি ট্রাক ও একটি ভেকু জব্দ করা হয়।
এ সময় বালু ব্যবসায়ী কবির হোসেনকে এক লাখ টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয় এবং শুভ, উজ্জল মিয়া, সাগর মিয়া, কামরুল, নুর হোসেন, রাসেল, শরিফ হোসেন,আবু সাঈদ, খাদেমুল ইসলাম, আফসার আলী, আঃ হান্নানকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে প্রেরণ করেন। দুটি ট্রাক এবং একটি ভেকু বঙ্গবন্ধু যমুনা থানার হেফাজতে রয়েছে।
এ বিষয়ে কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান জানান, পূর্ব সংবাদের ভিত্তিতে আমরা ওখানে গিয়ে দেখি নদীর তলদেশ থেকে মাটি উত্তোলন করা হচ্ছে। তখন ওখান থেকে ১২ জনকে আটক করে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। একজনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।