কালিয়াহরিপুরের দীঘলকান্দিতে রাজস্ব খাতের আওতায় ভূট্রা প্রদর্শনীর মাঠ দিবস পালন।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিরাজগঞ্জ সদর এর আয়োজনে বৃহস্পতিবার (১৪ মার্চ-২০১৯) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের দীঘলকান্দি গ্রামে রাজস্ব খাতের আওতায় ভূট্রা প্রদর্শনীর উপর মাঠ দিবস পালন করা হয়েছে। রাজস্ব খাতের অর্থায়নে রবি/২০১৮-১৯ মৌসুমে নতুন জাত ও প্রযুক্তি সম্প্রসারনে স্থাপিত ভুট্রা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ হাসান ইমাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিরাজগঞ্জসদর উপজেলা কৃৃৃষি অফিসার কৃষিবিদ মোঃ রোস্তম আলী, উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা কৃষিবিদ মোঃ সাব্বির আহমেদ সিফাত, ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাাধাররন সম্পাদক সাংবাদিক মোঃ ফেরদৌস রবিন। এসময় অন্যান্যদের মধ্যে ছিলেন, কৃষি কর্মকর্তা মোঃ মোতাহার হোসেন, ধীরেন্দ্রনাথ বিশ্বাস, এবং সিরাজ মোঃ আমির হোসেন, এসএপিপিও, সিরাজগঞ্জ সদর। দেড়শতাধিক কৃষকের উপস্থিতিতে মাঠ দিবস অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, কালিয়া হরিপুরের জননন্দিত চেয়ারম্যান মোঃ আব্দুস সবুর শেখ। অনুষ্ঠাটি সঞ্চালনা করেন, ইউনিয়ন উপ-সহকারি কৃষি কর্মকর্তা- মোঃ হামিদুল ইসলাম।