কামারখন্দ

কামারখন্দে ৪৯তম গ্রীষ্মকালীন আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের পুরুষ্কার বিতরণ

 

আমিরুল ইসলাম, কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কামারখন্দে ৪৯তম গ্রীষ্মকালীন উপজেলা পর্যায়ে স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা-প্রতিষ্ঠানের আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট-এর ফাইনাল খেলা শেষ পুরুস্কার বিতরণ করা হয়।

শনিবার (১০ই সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটায় উপজেলার জামতৈল ধোপাকান্দি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর-কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য, জনাব অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না ।

পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত আছেন কামারখন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব এস এম শহিদুল্লাহ সবুজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ ছাকমান হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মোঃ সেলিম রেজা ও সাধারণ সম্পাদক জনাব মোঃ আনোয়ার হোসেন সেখ। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ সম্পা রহমান, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইয়াহিয়া হোসেন-সহ সকল বিভিন্ন এলাকার শিক্ষক শিক্ষার্থী ও খেলোয়ারবৃন্দ।

১০/৯/২০২২
আমিরুল ইসলাম
কামারখন্দ উপজেলা, সিরাজগঞ্জ