কামারখন্দে ১১জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত
কামারখন্দ,সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় সরকারী আদেশ অমান্য করে দোকানে ভিড় জমিয়ে কেনাবেচা ও মাস্ক না পড়ার কারণে ব্যবসায়ী ও পথচারী ১১জনকে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
রবিবার (১১ এপ্রিল) সাড়ে ১১টার দিকে উপজেলার বিভিন্ন বাজারে মার্কেটগুলোতে মনিটরিং করে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার জরিমানা আদায় করেন।
কামারখন্দ উপজেলায় প্রশাসনের বাজার মনিটরিং ও জনসচেতনা মূলক প্রচারণার সময় দোকান-পাট বন্ধ রাখা, বিনা কারণে বাহিরে চলাচল না করা, স্বাস্থ্যবিধি মেনে চলা, বাধ্যতামূলক ভাবে মাস্ক পরিধানের বিষয়ে সর্তক করেন উপজেলা উপজেলা প্রশাসন ।