কামারখন্দে শিশু ধর্ষণ চেষ্টা মামলায় ষাটোর্ধ বৃদ্ধ আটক
মাসুদ রেজা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কামারখন্দে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে ষাটোর্ধ এক বৃদ্ধ কে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (০৫ অক্টোবর) দুপুরের দিকে
উপজেলার লাহিড়ীবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার মামলা দায়ের করলে সন্ধ্যায় রফিকুল ইসলামকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় ।
বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে আসামিকে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবউল্লাহ।
মামলার বিবরণ থেকে জানা গেছে, ওই বৃদ্ধ রফিকুল শিশুর প্রতিবেশী ও দূরসম্পর্কের আত্মীয় হওয়ার সুবাদে আখ খাওয়ার কথা বলে মঙ্গলবার দুপুরে ওই শিশুকে বাড়ির পাশে একটি আখক্ষেতে নিয়ে যান ।
সেখানে রফিকুল তাকে ধর্ষণের চেষ্টা করলে ওই শিশু চিৎকার শুরু করে। এ সময় স্থানীয় বাসিন্দারা শিশুটির চিৎকার শুনে এগিয়ে আসলে শিশুটিকে রেখে পালিয়ে যান রফিকুল। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
এ ঘটনায় ওই দিন সন্ধ্যায় শিশুটির মা কামারখন্দ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে রফিকুলের বিরুদ্ধে একটি ধর্ষণ চেষ্টার মামলা করেন।
এ ব্যাপারে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবউল্লাহ জানান, ধর্ষণ চেষ্টার মামলা হওয়ার পর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রফিকুল ধর্ষণচেষ্টার বিষয়টি স্বীকার করেছেন।