কামারখন্দে ভ্যানচালক হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ।
কামারখন্দ প্রতিনিধি ঃ
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামের ভ্যানচালক তারা তালুকদারকে নির্মমভাবে হত্যায় ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে কামারখন্দ উপজেলা রিক্সাভ্যান শ্রমিক ইউনিয়ন। বুধবার দুপুরে উপজেলার গোডাউন মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলার রিক্সা ভ্যান শ্রমিকেরা। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামতৈল রেলওয়ে স্টেশনে শেষ হয়। পরে স্টেশনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন- শ্রমিক নেতা আলী আশরাফ সরকার, ওয়াহাব আলী প্রমুখ। উল্লেখ্য, গত ৯মার্চ শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে জেলার উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মনিরপুর এলাকায় দুই ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হন ভ্যান চালক তারা তালুকদার। এ ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।