কামারখন্দে ভাসুরের ছুরিকাঘাতে প্রাণ হারালেন বৃদ্ধা
নিহত পারভীন বেগম কামারখন্দের কর্ণসূতি গ্রামের চাঁদ আলী সরকারের স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত তারা সরকারকে আটক করেছে পুলিশ। আটককৃত তারা সরকার ওই গ্রামের মৃত শাহেদ আলীর ছেলে।
নিহতের স্বজনেরা জানান, পারিবারিক একটি বিষয়ের মীমাংসা করতে মঙ্গলবার সন্ধ্যায় একটি বৈঠক বসে। এতে উভয়পক্ষের মধ্যে মীমাংসাও হয়ে যায়। কিন্তু বৈঠকের শেষ দিকে হঠাৎ তারা সরকার একটি ধারালো ছুরি দিয়ে পারভীন বেগমের বুকে আঘাত করে। এতে পারভীন গুরুতর আহত হয়ে পড়ে।
এ বিষয়ে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরনবী প্রধান জানান, সালিশি বৈঠক শেষে তারা সরকার পারভীন বেগমকে ছুড়িকাঘাত করলে তিনি গুরুতর ভাবে আহত হন। পরে, সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত তারা সরকারকে আটক করা হয়েছে।