কামারখন্দে বৃদ্ধ কর্তৃক স্কুল ছাত্রীকে ধর্ষনের চেষ্টায় মামলা দায়ের
কামার খন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ
সিরাজগঞ্জের কামারখন্দে নান্দিনা কামালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক বৃদ্ধের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। মামলা দায়েরের পর থেকে বৃদ্ধ নুরুল ইসলাম শেখ (৬০) পলাতক রয়েছেন। মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, গত ২৫ জানুয়ারী বিকেলে কামারখন্দে নান্দিনা কামালিয়া গ্রামে ৪র্থ শ্রেণীর এক স্কুল ছাত্রী নিজ ঘরে অবস্থান করছিলো। এসময় বাড়ির পাশ্ববর্তী বৃদ্ধ নুরুল ইসলাম শেখ স্কুল ছাত্রীর ঘরে গিয়ে ধর্ষনের চেষ্টা করে। স্কুল ছাত্রীর চিৎকার করলে নুরুল ইসলাম শেখ পালিয়ে যায়। ঘটনাটি প্রকাশ পেলে স্থানীয় মাতব্বররা বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করে। একপর্যায়ে স্কুল ছাত্রীর মা রহিমা বেগম গত ৮ ফেব্রুয়ারী কামারখন্দ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে (ধর্ষনের চেষ্টা) মামলা (মামলা নং ৩/১৯) দায়ের করেন। কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও স্কুল ছাত্রীর চাচা শামীম রেজা বলেন, ধর্ষনের চেষ্টার ঘটনাটি প্রথমেই পুলিশকে অবগত করা হয়েছিলো। এই ঘটনা বৃদ্ধ নুরুল ইসলামের পক্ষ থেকে মিমাংসার চেষ্টা করা হয়েছিলো। কিন্তু আমাদের পক্ষ থেকে রাজি না হওয়ায় নুরুল ইসলাম তার বাড়িঘরে হামলার অভিযোগ এনে উল্টো আমাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।