কামারখন্দে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ শিক্ষার্থী মেয়েদেরকে বাইসাইকেল বিতরণ
আমিরুল ইসলাম,কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে সাড়ে বারোটায় উপজেলা প্রসাশনের আয়োজনে উপজেলা মিনি অডিটেরিয়ামে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সচিব অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম ।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ, উপজেলা নির্বাহী অফিসার মেরিনা সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান, সহকারী কমিশনার ভূমি সুমা খাতুন ।
পরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত উপজেলার ২২টি শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র মেধাবী বিদ্যালয় থেকে বাড়ি অনেক দূরে এ ধরনের ১০০ শিক্ষার্থী মেয়েদের হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত শিক্ষার্থীদের মাঝে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
২১/১০/২০২২
আমিরুল ইসলাম
কামারখন্দ, সিরাজগঞ্জ