কামারখন্দে পাঁচ মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ
আজিজুর রহমান মুন্না,, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের কামারখন্দে পাঁচ মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করেছেন। সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমের নিকট পাঁচ মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ীরা হলেন, উপজেলার জামতৈল গ্রামের আনোয়ার হোসেন কাঠাল, কাঠালের স্ত্রী বেদেনা বেগম, সাইফুল সরকার, সাইফুলের স্ত্রী সাবিনা বেগম এবং রবি সরকার। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ীদের গোলাপ ফুল দিয়ে স্বাগত জানানো হয়। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন চৌধুরী, জেলা পরিষদ সদস্য কামরুল হাসান আমিনুল, কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী ৩১ মার্চ কামারখন্দ উপজেলাকে মাদকমুক্ত করার অংশ হিসেবে এ নিয়ে ১০ মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করলেন।