কামারখন্দে নৌকাকে পেছনে ফেলে ঘোড়া নিয়ে বিজয়ী হলেন স্বতন্ত্র প্রার্থী শহিদুল্লাহ সবুজ।
খাইরুল ইসলাম ,(স্টাফ রিপোর্টার) :
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা ডুবিয়ে ঘোড়া নিয়ে বিজয়ী হলেন স্বতন্ত্র প্রার্থী এস এম শহিদুল্লাহ সবুজ। আওয়ামীলীগের প্রার্থী আব্দুল মতিন চৌধুরীকে ১১ হাজার ৮৩২ ভোটের ব্যবধানে হারিয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হলেন স্বতন্ত্র প্রার্থী এস.এম.শহিদুল্লাহ সবুজ। সিপিবি নেতা শহিদুল্লাহ সবুজ ঘোড়া প্রতিকে দ্বিতীয় বারের মত উপজেলা পরিষদ চেয়ারম্যান হলেন। কামারখন্দের ৪টি ইউনিয়নের ৪৯টি কেন্দ্রের বেসরকারী ফলাফলে এস.এম.শহিদুল্লাহ সবুজ পান ২৫ হাজার ৬২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার মতিন চৌধুরী পেলেন ১৩ হাজার ৭৮৯ ভোট। ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকে ১৮ হাজার ৪শ’ ৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সেলিম রেজা সেলিম। তার নিকটতম প্রতিদ্বন্দী জয়নাল আবেদীন মন্ডল টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ১৬ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সম্পা খাতুন একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন। মোট প্রাপ্ত ভোট ৪৩ হাজার ১শ’ ৪৬ ভোট এর মধ্যে ৪২ হাজার ২শ’ ৫১ ভোট বৈধ আর বাকি ৮শ’ ৯৫টি ভোট অবৈধ। সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আবুল হোসেন রাত সাড়ে ৯টায় উপজেলা হলরুমে বেসরকারীভাবে এ ফলাফল ঘোষনা করেন। দলের তৃনমুল নেতাকর্মীদের দীর্ঘদিনের পুঞ্জিভুত ক্ষোভের পাশাপাশি নৌকার প্রার্থীর দাম্ভিকতাই এ ভরাডুবির মুল কারন বলে দলীয়ভাবে জানা গেছে।