কামারখন্দে ধর্ষণ মামলা মিথ্যা প্রমানিত হওয়ায় বাদীকে ৫বছরের কারাদন্ড !
সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের কামারখন্দে ধর্ষন মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় মামলার বাদী হামিদা খাতুনকে(৫০) ৫ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। সেই সাথে ২০হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়। বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১’র বিজ্ঞ বিচারক ফজলে খোদা মো. নাজির বাদী হামিদা খাতুনের অনুপস্থিতিতে দন্ডাদেশ প্রদান করেন।
আদালতের স্পেশাল পিপি শেখ আব্দুল হামিদ লাভলু ও এপিপি আনোয়ার পারভেজ লিমন এ তথ্য নিশ্চিত করে জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে জেলার কামারখন্দ উপজেলার খামারবড়ধুল গ্রামের কবির হোসেনের সাথে একই গ্রামের নূর মোহাম্মদের মেয়ে হামিদ খাতুনের বিরোধ চলে আসছিলো। এরই ধারবাহিকতায় ২০১৬সালের ২৪অক্টোবর হামিদা খাতুন গণধর্ষনের অভিযোগ এনে কবির হোসেন ও তার পাঁচ ভাইয়ের নামে মামলা দায়ের করেন। মামলার তদন্তে তার অভিযোগ মিথ্যা প্রমানিত হলে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ এনে কবির হোসেন হামিদা খাতুনের নামে মামলা দায়ের করেন। স্বাক্ষ্য প্রমান শেষে অভিযোগ প্রমানিত হওয়ায় হামিদা খাতুনকে এ দন্ড প্রদান করেন আদালত।