কামারখন্দে দুই দিন ব্যাপি বিজ্ঞান মেলার সমাপনী
খাইরুল ইসলাম ,কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ
সিরাজগঞ্জের কামারখন্দে ৪০তম দুইদিনব্যাপি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রসাশনের আয়োজনে ও বেসরকারি সংস্থা এনডিপির সহযোগিতায় শুক্রবার বিকেল ৪টায় উপজেলা মিনি অডিটোরিয়ামে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন চৌধুরী, ভাইস চেয়ারম্যান আ. মান্নান টুটুল, এনডিপির পরিচালক কর্মসূচি শাহ আজাদ ইকবাল, কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাইফুল ইসলাম,এনডিপির প্রোগ্রাম অফিসার ফজল করিম প্রমুখ উপস্থিত ছিলেন । সমাপনী অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ চত্বরে মেলার স্টল ঘুরে দেখেন অতিথিবৃন্দ। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ১৩টি স্টল মেলায় অংশগ্রহন করে। এবং সকল স্কুলের কমলমতি শিক্ষার্থীরা নানা ধরনের আবিস্কার দেখে অনুপ্রানিত হয় ।এসময়ে সকল বিজয়ী প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।বিজয়ী প্রতিষ্ঠানগুলো- হাজী কোরপ আলী সরকারী মেমোরিয়াল ডিগ্রি কলেজ,শহিদুল বুলবুল কারিগরি কলেজ, নাসরিন ওয়াজেদ মহিলা ডিগ্রি কলেজ, জামতৈল ধোপাকান্দি সরকারি বহুমূখী উচ্চ বিদ্যালয়, কোনাবাড়ি ইসাহাক উচ্চ বিদ্যালয়, বরধূল আদর্শ উচ্চ বিদ্যালয় ।