কামারখন্দে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ অনুষ্ঠানে কামারখন্দ প্রেসক্লাব তৃতীয়
নিজস্ব প্রতিবেদক ঃ
“উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ অনুষ্ঠানে কামারখন্দ প্রেসক্লাব তৃতীয় হয়েছে ।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সমাবেশ স্কোয়ারে ডিজিটাল উদ্বোধনী মেলা-২০২২ এর সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মেরিনা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস,এম, শহিদুল্লাহ্ সবুজ, বিশেষ অতিথি হিসেবে উপ উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সুমা খাতুনসহ উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা-সহ উপজেলার সকল দপ্তরে কর্মকর্তা বৃন্দ, ছাত্র-ছাত্রী এবং জনসাধারণ একাংশ উপস্থিত ছিলেন।
ডিজিটাল উদ্বোধনী মেলা-২০২২ উপলক্ষে উপজেলা চত্বর প্রাঙ্গনে বসে ছিল বিভিন্ন ধরনের স্টল । প্রতিটা স্টলই আধুনিক প্রযুক্তির উদ্ভাবনিগুলো প্রকাশ করেছে এবং সেই প্রযুক্তি গুলোর ব্যবহার সম্পর্কে জনসাধারণকে সচেতন করার চেষ্টা করেছে এবং কত সহজেই সবাই বাড়িতে বসেই তাদের দৈনন্দিন জীবনের কাজগুলি করতে পারবে এই আধুনিকায়নের মাধ্যমে। পরে প্রধান অতিথি এবং সম্মানিত অতিথিগন প্রতিটা স্টল পরিদর্শনের মাধ্যমে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্টলকে পুরস্কার বিতরণ করেন।