কামারখন্দে ঝাটিবেলাই সাদেক আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত আট।
খাইরুল ইসলাম, (কামার খন্দ প্রতিনিধি)
সিরাজগঞ্জের কামারখন্দে ঝাটিবেলাই সাদেক আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আটজন আহত হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে বিদ্যালয় মাঠে সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায়, উল্লাপাড়া উপজেলার তেঁতুলিয়া গ্রামের বাসিন্দা ও ঝাটিবেলাই সাদেক আলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র রাজু তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার দলবল নিয়ে কামারখন্দ উপজেলার গাঁড়াবাড়ী গ্রামের বাসিন্দা একই বিদ্যালয়ের একই শ্রেণির ছাত্র সাব্বির ও সোহানুর সহ তাদের বন্ধুদের ওপর হামলা করে। এসময় সোহানুর গ্রুপের ছয়জন ও রাজু গ্রুপের দুই জন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। এ বিষয়ে ঝাটিবেলাই সাদেক আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা কামাল জানান, রাজু ও সোহানুর গ্রুপের মধ্যে যে অনাকাঙ্খিত সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত ছাত্রদের অবিভাবক ও ম্যানিজিং কমিটির সদস্যদের ডাকা হয়েছে। এ ঘটনায় কামারখন্দ থানার ডিউটি অফিসার এএসআই আবু হানিফ জানান, ঝাটিবেলাই সাদেক আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষের কোন ঘটনা আমার জানা নেই। আমাদের কাছে কেউ কোন অভিযোগ দিতেও আসেনি।