কামারখন্দে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন।
ইরুল ইসলাম ,(কামারখন্দ প্রতিনিধি) :
সিরাজগঞ্জের কামারখন্দে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উপজেলা মিনি অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না।
এসময় অন্যান্যদের মধ্যে নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম শহিদুল্লাহ সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আব্দুল হাই, কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত, মৎস্য কর্মকর্তা রনি চন্দ্র মন্ডল প্রমুখ বক্তব্য দেন।